English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৪

রিহ্যাব ফেয়ার ২০১৬ শুরু

নিজস্ব প্রতিবেদক
রিহ্যাব ফেয়ার ২০১৬ শুরু

মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের জন্য পাঁচ দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব মেলা শুরু হয়েছে।

আজ বুধবার বিকেলে (২১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা।

তবে বেলা সাড়ে ১১টা থেকে ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। অর্থমন্ত্রী আবুল মাল মাল আব্দুল মুহিত বিকেল চারটায় বিআইসিসি’র হল অব ফেম-এ প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রিহ্যাব আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার ২৫তম এ আয়োজনে থাকছে ১৭৫টি স্টল। মেলায় ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ২৪টি প্রতিষ্ঠান। মেলা শেষে প্রতিদিন রাত ৯টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।