English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৩

আশুলিয়ায় পরিস্থিতি থমথমে আরো ৪ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পরিস্থিতি থমথমে আরো ৪ কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

আশুলিয়া শিল্পাঞ্চলের গতকাল মঙ্গলবার ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আজ বুধবার আরো চারটি কারখানা বন্ধ করে দিয়েছেন মালিকেরা। এ নিয়ে সেখানে ৫৯টি কারখানা বন্ধ রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এনিয়ে শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার ভোর থেকেই পুরো এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। জলকামান, রায়ট ভ্যানসহ দাঙ্গা দমনে সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাসাবাড়ি ছেড়ে শ্রমিকদের কেউ যাতে সড়কে অবস্থান নিতে না পারে, সেজন্য শ্রমিকদের গতিবিধির ওপর কড়া নজরদারি করা হচ্ছে। 

এর আগে মঙ্গলবার শ্রমিকদের আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলের ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক কারখানার ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি আদায়ে গত ১০ দিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন শ্রমিকরা। 

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (ঢাকা পিলখানা) অতিরিক্ত পরিচালক মেজর মো. ফজলুল করিম জানান, আশুলিয়ার পরিস্থিতি শান্ত রাখতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য আনা হয়েছে। বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকরা কোথাও জড়ো হয়নি।