English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ২৩:৩৭

৫৫ গার্মেন্টস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৫৫ গার্মেন্টস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

শ্রমিকদের কর্মবিরতির জেরে সাভারের আশুলিয়া এলাকার ৫৫টি গার্মেন্টস কারখানার মালিক এবার পাল্টা ব্যবস্থা হিসেবে অনির্দিষ্টকালের জন্য তাদের কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। 

আগামীকাল বুধবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। বন্ধ থাকা সময়ের জন্য শ্রমিকরা কোন ধরণের বেতন-বোনাস পাবেন না।    মঙ্গলবার সন্ধ্যায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।    সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, টানা সাত দিন অনেক আলোচনা সত্ত্বেও শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় এ সিদ্ধান্ত নিলে বাধ্য হয়েছে মালিকপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর ফলে যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের জন্য শ্রমিকরা কোন বেতন-ভাতা পাবেন না। তবে শ্রমিকরা আবার কাজে ফিরতে চাইলে তাদের কাজে নেয়া হবে।    সংবাদ সম্মেলনের বিজিএমইএ’র অন্যন্য নেতৃবৃন্দ ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।