English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ০১:৪১

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সব ব্যাংক বন্ধ

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সব ব্যাংক বন্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দিন (২২ ডিসেম্বর) সিটি করপোরেশন এলাকার সব বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সকল তফসিলি ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সকল শাখা বন্ধ থাকবে।