English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৪

মজুরি বৃদ্ধিসহ কয়েক দাবিতে আশুলিয়ায় শ্রমিক আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
মজুরি বৃদ্ধিসহ কয়েক দাবিতে আশুলিয়ায় শ্রমিক আন্দোলন

সাভার: মজুরি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন ঢাকার আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সেখানে অন্তত ১০টি কারখানায় কাজ না করে বের হয়ে গেছেন শ্রমিকেরা। তিনটি কারখানায় কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন তাঁরা। 

আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এই অবস্থা ধর্মঘট পালন করে। শ্রমিকেরা বের হয়ে যাওয়ায় ডিরোজ, পাইওনিয়ার, ওয়াশিং ডিজাইন, পলমল গ্রুপ, আইডিয়াজ, সাফা নিট, ডংজিয়ান, এনভয়সহ কমপক্ষে ১০টি কারখানার কাজ বন্ধ রয়েছে। সেতারা গ্রুপ, বান্দো ডিজাইন, স্টার লিংক ক্রিয়েশন কারখানায় কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন শ্রমিকেরা।

আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসব কারখানার প্রায় ২০ হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা ঘটেনি।  শ্রমিকেরা ক্ষোভ জানিয়ে বলেন, তাঁরা নিয়ম অনুসারে গ্র্যাচুইটি পান না। প্রয়োজন পড়লে ছুটিও পান না। ছুটি দিলেও বেতন দেওয়া হয় না। কথায় কথায় ছাঁটাই করা হয়।

নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের সময় প্রাপ্য বেতনের টাকাও দেওয়া হয় না। প্রতিবাদ করলে মিথ্যা অভিযোগে মামলা করে হয়রানি করা হয়। মালিকপক্ষ প্রায়ই তাঁদের সঙ্গে অশালীন আচরণ করে।

তারা আরো বলেন, তাঁরা যা বেতন পান, তাতে সংসার চলে না। বাসাভাড়া দিলে সংসার খরচ থাকে না। সংসার খরচ চললে বাসাভাড়া দেওয়া যায় না।

২০১৩ সালের সর্বশেষ মজুরি বোর্ডের বেতন অনুসারে শ্রমিকেরা পান ৫ হাজার ৩০০ টাকা। শ্রমিকেরা ন্যূনতম পাঁচ হাজারের বদলে তাঁদের বেতন ১৫ হাজার টাকা করার দাবি জানান।