English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ০০:৫৭

বাংলাদেশ ব্যাংকে চুরির সময় দুই ইরানি আটক

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকে চুরির সময় দুই ইরানি আটক

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির সময় বুধবার হাতেনাতে দুই ইরানি আটক হয়েছে। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের নিচতলার ক্যাশ কাউন্টার থেকে এক লাখ টাকার একটি বান্ডিল সরানোর সময় তারা ধরা পড়েন। দুই ইরানি হলেন, কারাম (৫৫) ও মোস্তফা (৩৬)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, 'ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা নেওয়ার সময় দুই ইরানিকে আটক করা হয়েছে। পরে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, তারা চুরির উদ্দেশ্যে টাকা নিচ্ছিল। এরপর মতিঝিল থানাকে খবর দিয়ে তাদের পুলিশে দেওয়া হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন বলেন, আটকদের বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে

এব্যাপারে মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, 'ক্যাশ কাউন্টার থেকে টাকা নেওয়ার অভিযোগে ওই দুই বিদেশিকে বাংলাদেশ ব্যাংক থানায় হস্তান্তর করেছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এখনও মামলা হয়নি। ওই দুই ব্যাক্তি চলতি মাসের ২ তারিখে পর্যটক ভিসায় বাংলাদেশে এসেছে বলে জানান ওসি।

তিনি জানান, এ দুই বিদেশি রাজধানীর হলিডে ইন নামের একটি হোটেলে উঠেছে। তারা ডলার ভাঙানোর কথা বলে বাংলাদেশ ব্যাংকে যায়। এ সময় কৌশলে এক নারী গ্রাহকের এক লাখ টাকার বান্ডিল লুকিয়ে পকেটে ঢোকায়। টাকার বান্ডিল না পেয়ে ওই গ্রাহক চিৎকার শুরু করলে কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজে বিষয়টি খতিয়ে দেখে। এ সময় দুই বিদেশির চুরি করার দৃশ্য ধরা পড়লে তাদের জেরা করা হয়। এরপর তারা টাকা বের করে দেয়।