English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩২

স্বর্ণের দাম আবারও কমলো

অনলাইন ডেস্ক
স্বর্ণের দাম আবারও কমলো

আন্তর্জাতিক বাজারে দাম কমায় বাংলাদেশে গত তিন সপ্তাহে তৃতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির ব্যবসায়ীরা। এই সময়ে ভালো মানের সোনার দাম কমেছে ভরি প্রতি প্রায় সাড়ে তিন হাজার টাকা।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনা দর ৪৪ হাজার ৭৯০ টাকা। আর ২১ ক্যারেট সোনা ৪২ হাজার ৬৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৪ টাকায় পাওয়া যাচ্ছে। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৯৭৭ টকায় বিক্রি হয়েছে।

এর আগে মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকায় বিক্রি হচ্ছিল।

এই দফায় ২২ ক‌্যারেট সোনার দাম কমেছে ভরিতে ১ হাজার ১৯৯ টাকা। তার আগে ২১ নভেম্বর এই মানের সোনার দাম ভরিতে ৯৯১ টাকা এবং তার আগে ১৫ নভেম্বর এক হাজার ৪০০ টাকা কমানো হয়।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারে দাম করেছে। পর পর তিন সপ্তাহে সোনার দাম কমায় জুয়েলারি ব‌্যবসা চাঙ্গা হয়েছে বলে জানান তিনি।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। আর পুরানো সোনার গয়না গলিয়ে তৈরি হয় ‘সনাতন পদ্ধতির’ সোনা। স্বর্ণের দাম কমলেও এবার রূপার দর কমেনি। ফলে রূপার ভরি আগের মতই ১ হাজার ৫০ টাকা থাকছে।