English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১১:৫৪

ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে পতন

অনলাইন ডেস্ক
ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে পতন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে পতন হয়েছে। জাপানের টোকিওতে এমএসসিআই সূচকের পতন হয়েছে ১৩৫.০৭ পয়েন্টের। শতকরা হিসাবে এ পতনের হার ২ শতাংশ। ২৪ জুনের পর এটিই একদিনে সূচকের সর্বোচ্চ পতন। ২৪ জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে গণভোটের রায় প্রকাশিত হওয়ার পর সূচকের বড় ধরনের পতন হয়েছিল। ব্রেক্সিটের ঘটনায় শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা লেগেছিল। ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায়ও বাজারে বড় ধরনের নিতিবাচক প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বুধবার দিনের শুরুতে ভোট গণনায় ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল ভোট ট্রাম্প পেতে পারেন-এমন আভাস পাওয়ার পর থেকেই বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। জাপানের টপিক্স সূচকের পতন হয়েছে ৩.৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপাই সূচকের পতন হয়েছে ২.৪ শতাংশ। এছাড়া নিউজল্যান্ডের এনজেডএক্স-৫০ সূচকের ৩.৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচকের ২ শতাংশ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচকের ১.২ শতাংশ, হংকংয়ের হান সেন সূচকের ২.৮ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট সূচকের পতন হয়েছে ২.১ শতাংশ। মার্ক ম্যাথিউস নামে একজন বাজার বিশ্লেষক বলেন, ট্রাম্পের বিজয়ের বিষয়ে বাজার প্রস্তুত ছিল না। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে গণভোটে যেমনটি ঘটেছিল। সবাই ধারণা করেই নিয়েছিল, ট্রাম্প কোনভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। কিন্তু তাদের সে ধারণার উল্টো ঘটনাই ঘটতে যাচ্ছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে অভিবাসন, বিশ্ব বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে বড় ধরনের পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।