English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১১:১৯

আয়কর মেলায় ২ হাজার ১২৯ কোটি টাকা আদায়

অনলাইন ডেস্ক
আয়কর মেলায় ২ হাজার ১২৯ কোটি টাকা আদায়

সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলায় মোট ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৫ সালের আয়কর মেলার চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি। ২০১৫ সালে এই সময় ২ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৮১৮ টাকা আয়কর আদায় হয়।

সাত দিনে মেলায় সেবা গ্রহণ করেছেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন করদাতা।

এর মধ্যে ৭ম দিনে আয়কর মেলায় মোট কর আদায় হয়েছে ৪০১ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকা। আয়কর রিটার্ণ দাখিল করেছেন ৪৪ হাজার ৬০৪ জন করদাতা। এদিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৭২ জন ও সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জন।