English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৫

রাজধানীর পল্লবী থানাধীন পলাশ নগরের শখের বসে গড়ে তুলেছেন একটি গরুর খামার।

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবী থানাধীন পলাশ নগরের শখের বসে গড়ে তুলেছেন একটি গরুর খামার।

রাজধানীর পল্লবী থানাধীন পলাশ নগরের সৌখিন খামারী আল মাহমুদ নয়ন শখের বসে গড়ে তুলেছেন একটি গরুর খামার। গরু মোটা-তাজাকরণ প্রকল্প তৈরী করে বেকারদের কর্ম সংস্থানে উদ্যোগ গ্রহণ করেন। তার এই খামারের গরু গুলো সাধারণতঃ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা খামার থেকেই ক্রয় করে নেন। ইতিমধ্যে অনেক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিগন তার খামার থেকে গরু ক্রয় করে নিয়েছেন বলে জানিয়েছেন আল মাহমুদ নয়ন। ৬ সেপ্টেম্বর ঢাকা উত্তর যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশার তার খামার পরিদর্শন করে। এই সময় তিনি নিজে আসন্ন ঈদ ঊল আজহা উপলক্ষে কোরবনী দেওয়ার জন্য একটি গরু তার খামার থেকে ক্রয় করেন। তিনি জানান, নয়নের খামার একটি অনুকরনীয় দৃষ্টান্ত। নয়নকে দেখে অন্য যুবকরাও এমন উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো উল্লেখ করেন,পশু সম্পদে প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল না হয়ে, আমরা নিজেরাই স্বয়ং-সম্পূর্ণ হওয়ার জন্য এই ধরনের আরো উদ্যোগ গ্রহনসৌখিন খামারী নয়নকে উৎসাহ দিয়ে গরু কিনলেন  ঢাকা উত্তর যুবলীগের সাবেক সভাপতি করতে হবে। তার জন্য নয়নের মতো তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সে জন্যই আমি এই খামারে এসে তাকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে তার খামার থেকে গরু ক্রয় করলাম। স্থানীয়রা উৎসাহের সংঙ্গে নয়নের খামারের গরু দেখতে আসছেন। সকাল থেকেই সারা দিন খামারে উৎসাহী মানুষের ভীড় লেগে থাকে।  খামারের বিষয়ে নয়ন জানান, এই খামারের সকল গরু দেশীয় পদ্ধতিতে মোটা-তাজা করা হয়। কোন প্রকার ইনজেকশান বা কৃত্রিম উপায় ব্যবহার করা হয়না। এছাড়াও সকল গরু দেখতে বেশ আকর্ষনীয় হওয়ার কারণে সকলে আমার খামার থেকে গরু ক্রয়ে উৎসাহী।আমাকে কখনও হাঁটে গিয়ে গরু বিক্রি করতে হয়নি।