English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২১

হাজারীবাগে ট্যানারীর শ্রমিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
হাজারীবাগে ট্যানারীর শ্রমিকদের মানববন্ধন

সাভারের নতুন ট্যানারী শিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থান, চাকুরের প্রত্যয়নপত্র ও ধারাবাহিকতা রক্ষা এবং মেডিকেলসহ মানবিক সুবিধাগুলো নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন হাজারীবাগের ট্যানারী শ্রমিকরা।

রবিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজারীবাগের সব ট্যানারীতে আধাবেলার এ কর্মবিরতি পালিত হয়। ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এ কর্মবিরতির ডাক দেয়।

ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আবদুল মালেক, সহ-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম, প্রচার সম্পাদক আকতার হোসেন, সহ-সম্পাদক নূরুল আমিন বাবুল ও ঝর্ণা বেগম প্রমুখ।