English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০০

এসডিজি নজরদারিতে ‘বিডি ইনফো’ ব্যবহার

অনলাইন ডেস্ক
এসডিজি নজরদারিতে ‘বিডি ইনফো’ ব্যবহার

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) নজরদারিতে ‘বিডি ইনফো’ নামে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ সফটওয়্যারটি চালু করা হয়। এ লক্ষ্যে বিবিএস কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এমএ মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভূঁইয়া, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্ম সচিব ড. মো. মুস্তাফিজুর রহমান এবং ইউনিসেফের প্রতিনিধি কারলস এ্যাকোসটা।

বক্তব্য রাখেন মনিটরিং দ্য সিচুয়েশন অব চিলড্রেন অ্যান্ড ওমেন অব বাংলাদেশ প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, বিডি ইনফো হলো গ্লোবাল ডেভইনফো এর বাংলাদেশি সংস্করণ যার মাধ্যমে বাংলাদেশের এসডিজি সূচকগুলো অন্যান্য উন্নয়ন লক্ষ্যের অবস্থা সম্পর্কে নজরদারি করা যায়। বিডিইনফো এর মাধ্যমে ডাটাবেজ এর ধারণকৃত ইন্ডিকেটরসমূহকে টেবিল, চিত্র এবং মানচিত্রের সাহায্যে সহজেই উপস্থাপন করা যায়।

অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, এমডিজি মূল্যায়নের জন্য ২০০৯ সালে বিডি ইনফো সফটওয়্যার চালু হয়। এখন এটিকে আরও শক্তিশালী করে বৃহত্তর পরিসরে এসডিজি মূল্যায়নে ব্যবহার করা হবে। এটি এতদিন খুব বেশি কার্যকর না থাকলেও এখন নতুনভাবে সক্রিয় করা হচ্ছে।

বাইতুল আমীন ভূঁইয়া বলেন, বিডি ইনফো সফটওয়্যার সম্পর্কে সব সরকারি প্রতিষ্ঠানে প্রচার হওয়া প্রয়োজন। এটিকে জনপ্রিয় করা গেলে এর ব্যবহার বাড়বে। ফলে উদ্যোগটির সফলতা পাবে।