English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৩

দিনমজুর মসলেম পাচ্ছে অধিকার

অনলাইন ডেস্ক
দিনমজুর মসলেম পাচ্ছে অধিকার
ঝিনাইদহের দিনমজুর মসলেম শাহ (৭০) তার অধিকার পাচ্ছে। শ্রীঘই মসলেম বয়স্ক ভাতা পেতে যাচ্ছেন।
 
ফেসবুক,অনলাইন নিউজ পোর্টালসহবিভিন্ন পত্রিকায় দিনমজুর মসলেমের সংবাদটি প্রকাশিত হওয়ার পরে ভালাবাসায় সিক্ত মসলেম শাহের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন ঝিনাইদহ শহর সমাজসেবা অফিসার মো. হোসেন খান।
 
তিনি উপ-পরিচালক ঝিনাইদহ আব্দুল মতিন সাহেবের মাধ্যমে মসলেমকে একটি ভাতা ও তার পরিবারকে অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে মসলেম শাহের জীর্ন কুটিরে যান তিনি। এ সময় তিনি মসলেমের স্ত্রী ও দুই বউমার সাথে কথা বলেন। দিনমজুর মসলেম শাহ এসময় খোয়া ভাঙ্গতে বাইরে ছিলেন। ফেসবুকে যে সব বন্ধু, সরকারী কর্মকর্তা, বিশেষ করে ডিভিশনার কমিশনার খুলনা ও কেপাসিটি ডেভলপমেন্ট স্পেশালিস্ট এ্যাট এ২১ প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানিক মাহমুদসহ অন্যান্য সরকারী কর্মকর্তা, সমাজকর্মী ও ফেসবুক,অনলাইন নিউজ পোর্টাল সহবিভিন্ন পত্রিকা যারা মসলেমের পাশে দাড়িয়ে খবরটি শেয়ার করে সহানুভতি জানিয়েছেন, তাদেরকে দিনমজুর মসলেমে অভিনন্দন জানিয়েছেন।