English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৬:০৩

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ

উৎসাহ বোনাস কমানোর কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বোনাস কমানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ)।

মঙ্গলবার (৩০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কর্মকর্তা-কর্মচারীদের বোনাস আগের বছরের তুলনায় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাঁচগুণ উৎসাহ বোনাস পেয়ে আসছিলেন। কিন্তু সোমবারের পর্ষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য চারগুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।