English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৫:৫৯

‘বাঁধা পেরিয়ে পোশাক খাত এগিয়ে যাচ্ছে’

অনলাইন ডেস্ক
‘বাঁধা পেরিয়ে পোশাক খাত এগিয়ে যাচ্ছে’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের পোশাক খাত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রফতানি খাত হিসেবে উন্নীত হয়েছে। সবার প্রচেষ্ঠায় সব বাঁধা পেরিয়ে এই খাত এগিয়ে যাচ্ছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বুধবার (৩১ আগস্ট) ‘১৭তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ শীর্ষ এক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪৪ লাখ মানুষ কর্মরত আছে। এরমধ্যে ৮০ শতাংশই নারী। এটি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করছে।

আমু বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিক নিরাপত্তা ও বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়। আমরা ইতোমধ্যে এ সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া সকল শর্তাবলী পূরণ করেছি।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশের পোশাক খাত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রফতানি খাত হিসেবে উন্নীত হয়েছে। সরকারের উপযুক্ত নীতি, সহায়তা ও উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্ঠায় সকল বাঁধা পেরিয়ে এ খাত এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা আজম, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল আলম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিএকএমইএ প্রথম সভাপতি আসলাম সানি, সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরেুন এন ইসলাম প্রমুখ।

সেমস্ গ্লোবাল আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ২৩টি দেশের প্রায় ১ হাজার ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।