English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১২:৪৪

বিআইপিডির সাইবার নিরাপত্তা কর্মশালা শনিবার

অনলাইন ডেস্ক
বিআইপিডির সাইবার নিরাপত্তা কর্মশালা শনিবার

বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত পেশাজীবীদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে।

বিআইপিডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিআইপিডি অডিটোরিয়ামে শনিবার (৩ সেপ্টেম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

‘সাইবার সিকিউরিটি ম্যাজার্স: ফরম ম্যানেজেরিয়াল পার্সপেকটিভ’ নামে সাইবার নিরাপত্তার বিষয়ে আয়োজিত কর্মশালাটি আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত মধ্যম সারির ও উচ্চ পদের কর্মকর্তাদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেরে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এ কর্মশালায় বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মতিউর রহমান, সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ মো. জালাল উদ্দিন ফাহিম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মারুফ হাসান রিসোর্স পার্সন হিসেবে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

কর্মশালায় আংশগ্রহণে আগ্রহীদের ৩১ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। আংশগ্রহণে আগ্রহীরা কর্মশালা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিআইপিডি’র প্রশিক্ষক মুশফিকুল করিম (01711-579475)ও ফারজানা হোসাইন (01717-230730) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।