English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ২১:৪১

সোনালী ও বেসিক ব্যাংক বিপদে আছে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
সোনালী ও বেসিক ব্যাংক বিপদে আছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সোনালী ব্যাংক এবং বেসিক ব্যাংক বিপদে আছে। তাদের সংস্কার প্রয়োজন।

বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার বাংলাদেশ ব্যাংক অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস পালন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের টাকা লুট হয়েছে। বেসিক ব্যাংক অনেক বিপদের মধ্যে আছে। তাদের সংস্কার প্রয়োজন এবং সে সংস্কারও হচ্ছে। যারা এসব দুষ্কর্মে লিপ্ত ছিলেন, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকই হোক ও অন্য যেই হোক না কেন তাদের সকলকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই আর্থিক খাতের সুশাসন পরিচালনার একটি বড় উদাহরণ।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের আর্থিক স্বাস্থ্য অনেক ভালো।’

শোক দিবস পালন কমিটির আহবায়ক মোঃ নেছার আহাম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোঃ রাজী হাসান, এস কে সুর চৌধুরী।