English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ০৪:০৩

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

অনলাইন ডেস্ক
ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ঘরমুখী যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।

সোমবার (২৯ আগস্ট) যাত্রার টিকিট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৮টায় বিক্রি শুরু হবে।

সূত্র জানায়, আগামীকাল ২৯ আগস্ট থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে এই টিকিট বিক্রি হবে।

প্রথমদিন বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের টিকেট। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে দেয়া হবে ৮, ৯, ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট।

এছাড়া ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন হতে বিশেষ ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম বিক্রি হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের টিকিট।

একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। তবে ঈদে উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা- কলকাতা-ঢাকা পথে মৈত্রী ট্রেন চলাচল করবে না।