English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৭:০৯

জনগনকে সাবলম্বী করতে সরকার গ্রামে কাজ করছে

অনলাইন ডেস্ক
জনগনকে সাবলম্বী করতে সরকার গ্রামে কাজ করছে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের জনগন বা সব পরিবারকে সাবলম্বী ও স্বনির্ভর করতে সরকার গ্রাম পর্যায় ব্যপক কাজ করছে।

বোরবার (২৮আগস্ট) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংক ও  তার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে অনেক সমবায় গড়ে উঠছে। আবার কিছুদিন পরে তা লুটপাট হয়ে যাচ্ছে। তাই সরকার সরাসরি তদারকির করে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শুরু করেছে।

এ আয়োজনের মাধ্যমে ঝালকাঠিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় খামারিদের জন্য নিজস্ব ভবনে পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন শাখার যাত্রা শুরু করল।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।