English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০১:৫৯

‘৩০ শতাংশ ছাড় ডায়মন্ড মেলায়’

অনলাইন ডেস্ক
‘৩০ শতাংশ ছাড় ডায়মন্ড মেলায়’

ডায়মন্ড ওয়ার্ল্ড ব্রাইডাল মেলার উদ্বোধন শুরু শুক্রবার (২৬ আগষ্ট)। ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজিত তিন দিন ব্যাপি এ মেলা হবে হোটেল ওয়েষ্টিন ও নারায়ণগঞ্জ ক্লাবে।

শুক্রবার সকাল হোটেল ওয়েষ্টিনে ফিতা কেটে ডায়মন্ড ওয়ার্ল্ড ব্রাইডাল মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা।

মেলা চলবে ২৮ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯ পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে হোটেল ওয়েষ্টিনে অফার হিসেবে থাকছে ৩০ শতাংশ ডিসকাউন্ট ডায়মন্ট জুয়েলারীতে।

গোল্ডে সুলভ মুল্যে মেকিং চার্জ ফ্রি। প্রতি কেনাকাটায় থাকছে ডায়মন্ডের লকেট এবং Scratch Card  ফ্রি। নারায়ণগঞ্জ ক্লাবের মেলায় থাকছে ৩০ শতাংশ ডিসকাউন্ট ডায়মন্ড জুয়েলারীতে।

গোল্ডে সুলভ মুল্যে মেকিং চার্জ ফ্রি। ১ লাখের উপর কেনাকাটায় থাকছে ডায়মন্ডের লকেট ফ্রি এবং ১০ হাজার টাকার উপরে কেনাকাটা করলে Scratch Card ফ্রি।

এছাড়াও উভয় মেলায় ব্রাইডাল কালেকশনের ডায়মন্ডের গহনা, সোনা ও প্লাটিনাম জুয়েলারির নিত্য নতুন ডিজাইনের পণ্য কেনার দুলর্ভ সুযোগ করে দিচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড।

মেলার  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতাসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরাসহ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা।