English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৫:৩০

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক, পরিদর্শনে অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক, পরিদর্শনে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিদর্শনে আসছেন এমন খবর প্রচার হওয়ায়  বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন বিভাগে গুঞ্জন ছড়িয়ে পড়েছে কর্মকর্তাদের ইনসেনটিভ বোনাস (উৎসাহ ভাতা) আটকে যেতে পারে। কারন রোববারে (২৮ আগস্ট) ব্যাংকের বোর্ড সভায় এই ইনসেনটিভ বোনাস পাশ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আগামি রোববার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময়ে অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা গুঞ্জন চলছে। আবার ওই দিন দুপুরেই বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভার অনুষ্ঠিত হবে এমন তথ্য জানা গেছে। তবে অর্থমন্ত্রী এই বোর্ড সভায় খাকবে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এবারেই প্রথম কোন অর্থমন্ত্রী বোর্ড সভার দিন বাংলাদেশ ব্যাংকে আসছেন। আর ওই দিন যদি অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় উপস্থিত থাকেন তবে তা হবে চমক।