English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৫:১৪

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ৪ প্রস্তাব অনুমোদন, ব্যয় ১৫৯২ কোটি টাকা

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ৪ প্রস্তাব অনুমোদন, ব্যয় ১৫৯২ কোটি টাকা

বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৫৯২ কোটি টাকা।

সচিবালয়ে বুধবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে ৪টি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

এরমধ্যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প’-এর আওতায় বরিশাল জেলায় ৫৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘নাভানা কনস্ট্রাকশন লিমিটেড’। এতে ব্যয় হবে ৩৪৫ কোটি টাকা।

তিনি জানান, অপর তিনটির মধ্যে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ওয়াটার সাপ্লাই (ফেজ-২) প্রকল্পের আওতায় স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরবরাহে কর্ণফুলী সেবা অঞ্চলের উত্তর ও কেন্দ্রীয় অংশ এবং পশ্চিমাংশ নির্মাণে দুটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি প্রস্তাবেরই মনোনীত দরদাতা প্রতিষ্ঠান হচ্ছে ‘চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন’। দুটি প্যাকেজে বাস্তবায়িতব্য এ সেবা অঞ্চল নির্মাণে উত্তর ও কেন্দ্রীয় অংশের (প্যাকেজ ডব্লিউ-৩-১) জন্য ব্যয় হবে ৬৭২ কোটি ৬২ লাখ টাকা এবং পশ্চিমাংশ নির্মাণে (প্যাকেজ ডব্লিউ-৩-২) ব্যয় হবে ৪৯৮ কোটি ৬৫ লাখ টাকা।