English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১২:৫৬

একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯৮৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯৮৭ কোটি টাকা

মুন্সীগঞ্জ জেলার তিনশ থেকে চারশ মেগা ওয়াট সুপার টিপিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ৯৮৭ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতিত্ত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি জলাশয়সমূহ পুন:খনন সংস্কার প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকা। রংপুর বিভাগীয় সদর দফতর নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৬৩ লাখ টাকা। মুন্সীগঞ্জ জেলায় ৩০০ থেকে ৪০০ মেঘাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভুমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৮৩ কোটি ২৯ লাখ টাকা।

রুপগঞ্জ জলসিড়ি আবাসন সংযোগকারী সড়ক উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ৬৬ লাখ টাকা। ঢাকা সেনানিবাসে ডাইরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর জন্য আনুষঙ্গিক কাজসহ অফিসার্স মেস কমপ্লেক্স ও বাসস্থান নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি।