English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৯:৪৯

ঈদ উপলক্ষে ইবিবিএলের রেমিট্যান্স অফার

নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে ইবিবিএলের রেমিট্যান্স অফার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ইবিবিএল) ও এক্সপ্রেস মানি যৌথভাবে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ রেমিট্যান্স অফার চালু করেছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া এবং এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশানশিপ ম্যানেজার যাকারিয়া মাহমুদ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ অফার উদ্বোধন করেন বলে ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অফারের আওতায় আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংকের যেকোন শাখা থেকে গ্রহন করলেই গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় উপহার এবং প্রতিদিন একটি ডিপ ফ্রিজ জেতার সুযোগ।