English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৯:৪৫

বিএসবিএকে এ্যাম্বুলেন্স প্রদান করেছে এবিবি

অনলাইন ডেস্ক
বিএসবিএকে এ্যাম্বুলেন্স প্রদান করেছে এবিবি

এ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, লিমিটেড (এবিবি) সম্প্রতি বাংলাদেশ শিপ ব্রেকার্স এ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতলের জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে।

চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবার এবং স্থানীয় জনগণের ব্যবহারের লক্ষ্যে এই এ্যাম্বুলেন্সটি বিএসবিএ’র প্রেসিডেন্ট মোহম্মদ আবু তাহেরেরে কাছে হস্তান্তর করেন এবিবি’র চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান।

এ্যাম্বুলেন্স হস্তান্তরকালে এবিবি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শিপব্রেকিং ইয়ার্ডগুলো পশ্চিমা দেশগুলোর নেতিবাচক দৃষ্টিভঙ্গী কাটিয়ে পরিবেশগতভাবে পূর্বের চেয়ে অনেক পরিবর্তন এনেছে।

তিনি এ শিল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ইয়ার্ডগুলোতে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তাতে দুর্ঘটনা অনেকাংশে কমে এসেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, বিএসবিএ’র ইসি মেম্বার জহিরুল ইসলাম রিংকু, ভাইস প্রেসিডেন্ট মুহম্মদ শফি, মুহম্মদ সালাউদ্দিন, নাইম শাহ ইমরান, কামাল উদ্দিন আহমেদ, আনোয়ার আলম প্রমুখ।