English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৬:৪৬

নিজাম চৌধুরী এনআরবি গ্লোবাল ব্যাংকের পুনঃনির্বাচিত চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
নিজাম চৌধুরী এনআরবি গ্লোবাল ব্যাংকের পুনঃনির্বাচিত চেয়ারম্যান

বিশিষ্ট প্রবাসী উদ্যেক্তা নিজাম চৌধুরী এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের (এনজিবি) চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে আগামী মেয়াদের জন্য চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়েছে।

ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সফল প্রবাসী উদ্দোক্তা। তিনি ট্রেড ব্যালেন্স ইউএসএ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

নিজাম চৌধুরী ম্যাক্স পাওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার লিঃ ও ডায়ামন্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সাথেও জড়িত।