English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৮:৩৫

পেনশনের পুরো টাকা একবারে তোলা যাবে না

অনলাইন ডেস্ক
পেনশনের পুরো টাকা একবারে তোলা যাবে না

এখন থেকে সরকারি চাকরিজীবীরা একবারে পেনশনের পুরো টাকা তুলতে পারবেন না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সচিবালয়ে জাতীয় পেনশন সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।

অর্থমন্ত্রী বলেন, অনেক চাকরিজীবী অবসর গ্রহণের পর একসঙ্গে সব টাকা তুলে ফেলেন। পরে অধিকাংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী আর্থিক সমস্যায় পড়েন।

বৈঠকে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।