English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ০২:২৫

‘রিজার্ভ চুরির অর্থ পাচার দায়ে মায়াকে গেপ্তার’

অনলাইন ডেস্ক
‘রিজার্ভ চুরির অর্থ পাচার দায়ে মায়াকে গেপ্তার’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর তা পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ফিলিপাইনের ফিলস্টার অনলাইন সংবাদমাধ্যমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেগুইতো আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক ছিলেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে গত বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিএনএন জানিয়েছে, বুধবার বিকেলে দেগুইতোকে গ্রেপ্তার করে মাকাতি সেন্ট্রাল পুুলিশ স্টেশনে নেওয়া হয়। পাসাই রিজিওনাল ট্রায়াল কোর্ট ব্রাঞ্চ ৪৬-এর জারিকৃত পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে কার হলফনামার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা জানেন না বলে দাবি করেছেন দেগুইতো। তা ছাড়া তিনি গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি পাননি বলেও দাবি করেছেন। এর আগে মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা থেকে দেগুইতো ও একই শাখার সহকারী ব্যবস্থাপক আঞ্জেলো টোরেসকে বরখাস্ত করে আরসিবিসি কর্তৃপক্ষ। মার্চ মাসে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া ওই শাখার আরেক কর্মকর্তা আদ্রিয়ান ইউজুইকোর বিরুদ্ধে তদন্ত করে পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে তা ফিলিপাইনে নিয়ে যায় আন্তর্জাতিক হ্যাকার চক্র। ভুয়া নথিপথ তৈরি করে এ অর্থ পাচারে সাহায্য করায় দেগুইতোর বিরুদ্ধে আরসিবিসির প্রাক্তন প্রেসিডেন্ট লরেঞ্জ তান মামলা করেন। এ মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হলো।