English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ০৩:৪৩

‘তিন সরকারি ব্যাংকে নতুন এমডি নিয়োগ’

অনলাইন ডেস্ক
‘তিন সরকারি ব্যাংকে নতুন এমডি নিয়োগ’

সরকারি মালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের দায়িত্ব পেলেন। আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে পেয়েছেন অগ্রণী ব্যাংকের দায়িত্ব। প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তিনজনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। এই তিন জন ব্যাংক তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোনালী, অগ্রণী এবং রূপালী ব্যাংকে এমডি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে রাষ্ট্রায়ত্ত এই তিন ব্যাংকে ভারপ্রাপ্ত এমডি দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।