English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ০৭:২৪

জুলাইয়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে ৮৪ কোটি ডলার

অনলাইন ডেস্ক
জুলাইয়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে ৮৪ কোটি ডলার

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৫৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের রফতানি আয় হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮৪ কোটি ১৭ লাখ ডলার কম। 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে রফতানি আয় কৌশলগত লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে। এ সময়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৭ কোটি ৬০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ২৫৩ কোটি ৪৩ লাখ ডলার। যা গত অর্থবছরের জুলাইয়ের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ কম।

আলোচ্য সময়ে পোশাক খাতের ওভেন পণ্যে (শার্ট,প্যান্ট জাতীয় পোশাক) আয় হয়েছে ১০৪ কোটি ডলারের। আর এ সময়ে রফতানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) আয় ছিল ১০৭ কোটি ৭২ লাখ ডলার। এই দুই পণ্যের ক্ষেত্রে রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কম রয়েছে।

অন্যদিকে, এ সময়ে পাট ও পাটজাত দ্রব্য, কার্পেট, মাছ, সবজি, কাঠ ও কাঠের আসবাবপত্র, রাসায়নিক পণ্য, চামড়াজাত পণ্য রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে হোম টেক্সটাইল, সিরামিকস, কৃষিজাত পণ্য ইত্যাদির রফতানি আয় লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।