English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৯:০২

চট্টগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

যাত্রীর চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

আগামী ১৬ আগস্ট থেকে শুক্রবার বাদে প্রতিদিন ৭টি করে ফ্লাইট পরিচালনা করবে এ বিমান সংস্থাটি।

এই ফ্লাইটটি সকাল ৭.১৫ টায় ঢাকা ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সকাল ৮.৩০ টায়  মিনিটে ছেড়ে আসবে। নভোএয়ার-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়।

বর্তমানে নভোএয়ার চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকায় (ভাড়া) প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করছে। চট্টগ্রাম ছাড়াও নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুট কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক রুট ইয়াঙ্গুনে প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে।

শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে বলে জানিয়েছে নভোএয়ার।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com