English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৮:৩০

গুলশানের ঘটনায় গার্মেন্টস খাতে প্রভাব পড়ে নাই

অনলাইন ডেস্ক
গুলশানের ঘটনায় গার্মেন্টস খাতে প্রভাব পড়ে নাই

গুলশানের জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশের গার্মেন্টস খাতে কোন প্রভাব পড়ে নাই এবং পড়বেও না বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন।

বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আমিরুল হক আমিন জানান, বাংলাদেশ থেকে কোন ব্র্যান্ড বা বায়ার তাদের ব্যবসায় হ্রাস বা গুটিয়ে নেবে না। ২২০টি ব্রান্ডের সংগঠন এ বিষয়ে আশ্বস্ত করেছে।

যেকোনো ধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস মালিক ও বায়াররা সুবিধা নেওয়ার চেষ্টা করে বলে জানান আমিরুল হক আমিন।

এক্ষেত্রে মালিকরা শ্রমিকদের দেরিতে মজুরি প্রদান এবং নিয়মিত ও বোনাস মজুরি প্রদান কমিয়ে দিতে চায়। আর বায়াররা চায় পণ্যের দাম কমিয়ে দিতে।

এদিকে সবাইকে নজর রাখতে হবে।

সংবাদ সম্মেলনে মহা-সচিব কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।