English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১২:৫৩

বিদেশি বিনিয়োগ প্রস্তাবে ভেবে চিন্তে পদক্ষেপ নিন

অনলাইন ডেস্ক
বিদেশি বিনিয়োগ প্রস্তাবে ভেবে চিন্তে পদক্ষেপ নিন

বিদেশি বিনিয়োগ প্রস্তাব পেলেই প্রলুব্ধ না হয়ে ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সোমবার (৮ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এ নির্দেশনা দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ. এন. এম. আবুল কাশেম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক খাত তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের লাইসেন্সধারী সুনাম ও সঙ্গতিপূর্ণ অর্থায়ন প্রতিষ্ঠান নয় এমন পক্ষ থেকে বাংলাদেশের উদ্যোক্তারা অনেক সময় বড় বড় অংকের বিদেশি বিনিয়োগ যোগানের প্রস্তাব পেয়ে থাকেন।

আপাতদৃষ্টে আকর্ষণীয় এসব প্রস্তাব নিয়ে কর্তৃপক্ষের সম্মতি বা অনাপত্তি কিংবা অনুমোদন লাভের জন্য ব্যাংকগুলোর বা সরকারি মন্ত্রণালয় ও বিভাগগুলোর দ্বারস্থ হন। কিন্তু স্বল্প বা প্রশ্নবিদ্ধ পরিচিতির ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান থেকে পাওয়া এসব তহবিল যোগান প্রস্তাব সাধারণত তথ্যগতভাবে অসম্পূর্ণ ও অস্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। বিনিয়োগের জন্য প্রস্তাবিত এসব তহবিল অপরাধ বা সন্ত্রাসমূলক তৎপরতায় ব্যবহার হবে কি-না সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এর উৎসও থাকে বাংলাদেশ ব্যাংকের অজানা।

উদ্যোক্তাদের সতর্ক করে বলা হয়, প্রায় ক্ষেত্রেই এসব প্রস্তাবের মূল উদ্দেশ্য থাকে বিনিয়োগ নয়, বরং বিনিয়োগ এনে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ সরলমনা উদ্যোক্তাদের কাছ থেকে প্রাথমিক ব্যয়ের নামে কিছু অর্থ আদায় করা। এ ধরনের প্রলোভনমূলক প্রস্তাবের সূত্রে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে ব্যাংকগুলোর দিক থেকে স্থানীয় নির্বাহীদের অবহিত করা এবং তাদের মাধ্যমে উদ্যোক্তা গ্রাহকদের মধ্যে সচেতনতা ও সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া সমীচীন হবে।

নির্দেশনায় বলা হয়, গ্রাহকদের হাতে পাওয়া বিনিয়োগ প্রস্তাবগুলোয় বিনিয়োগ তহবিল যোগানকারীর পরিচিতি, সুনাম ও সঙ্গতির তথ্যগুলোর যথার্থতা যাচাই এবং প্রয়োজন মতো পূর্ণাঙ্গ তথ্য চাওয়া এ জন্য গুরুত্বপূর্ণ হবে।

এ বিষয়ে প্রত্যেক ব্যাংকের আঞ্চলিক ও শাখা পর্যায়ের সব কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহীদেরকে এবং তাদের মাধ্যমে উদ্যোক্তা গ্রাহক পক্ষগুলোকে যথাযথভাবে অবহিত করার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।