English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৭:০২

শ্রমিক তহবিলে লাফার্জের ১ কোটি টাকা

অনলাইন ডেস্ক
শ্রমিক তহবিলে লাফার্জের ১ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত হিসাব বছরের লভ্যাংশের এক কোটি ২ লাখ টাকা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।

সচিবালয়ের বৃহস্পতিবার অফিস কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ আখৌরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

চেক হস্তান্তরের পর মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘চতুর্থবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশ লিল লাফার্জ। গত বছর এক কোটি ২৮ লাখ টাকা দিলেও এবার তারা দিয়েছে এক কোটি ২ লাখ টাকা।’

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৭৫টি প্রতিষ্ঠান ১৭১ কোটি টাকা দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এবার লভ্যাংশ জমা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোও আসছে। ব্যাংকগুলোও আসবে বলে আশা করছি।’

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, লাফার্জ সুরমার প্রধান অর্থ কর্মকর্তা মাসুদ খান উপস্থিত ছিলেন।