English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৪:৩২

‘পাহাড়ে ফল চাষা করে সাবলম্বী সম্ভব'

আল-মামুন
‘পাহাড়ে ফল চাষা করে সাবলম্বী সম্ভব'

পাহাড়ে ফলের চাষাবাদ করেও সাম্ভলম্বী হয়ে উঠা সম্ভব বলে জানান খাগড়াছড়ির ২৯৮ নং আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে “কৃষি মেলা ও ফল প্রদর্শনি উপলক্ষে” র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময়ে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে বের হয় একটি র‌্যালী। এবং র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে শেষ হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ভোধন করে সাদা পায়তা উড়ান উপস্থিত অতিথিরা।  

তিনি আরো বলেন, আমাদের নিজেদের বাড়ীর আঙ্গিনায় ফল-ফলাদীর চারা রোপন ও চাষাবাদ করে বেকার সমস্যাও সমাধান করা সম্ভব। কারো উপর নির্ভর না হয়ে নিজেরাই নিজেদের আয়ের পথ সুগম করতে সকলে মিলে-মিশে কাজ করার আহবান জানান তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, দেশ-জনগণের কল্যাণে সকলকে ঐক্যবন্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির অনুরোধ জানান।

এতে বিশেষ অথিতি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম সেবা), বিভাগীয় বন কর্মকর্তা মো. মোমিনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্য।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম  সালাহ্উদ্দিন,সহকারী পুলিশ সুপার মো. রইস উদ্দিন প্রমূখ।