English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১২:০৫

নতুন মুদ্রানীতি ঘোষণা

অনলাইন ডেস্ক
নতুন মুদ্রানীতি ঘোষণা

বেসরকারিখাতে ১৬ দশমিক পাঁচ ও সরকারিখাতে ১৫ দশমিক নয় শতাংশ ঋণ প্রবৃদ্ধি ধরে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গভর্নরের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম মুদ্রানীতি।

মুদ্রানীতির অন্যতম কাজগুলো- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা, ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের যোগান ধার্য করা এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক প্রতিবছর দুই বার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে। একটি অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই মাসে এবং অন্যটি দ্বিতীয়ার্ধের শুরুতে জানুয়ারি মাসে।

জানা গেছে, সর্বশেষ মুদ্রানীতির মতোই মুদ্রানীতি প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রানীতির ধরন হবে ‘প্রবৃদ্ধি সহায়ক ও বিনিয়োগবান্ধব’। জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ ও মূল্যস্ফীতি পাঁচ দশমিক আট শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকবে এই মুদ্রানীতিতে।  এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও বেশি প্রাক্কলন করা হতে পারে। ২০১৫-১৬ অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৪ দশমিক আট শতাংশ।