English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৮:৪৫

অপ্রদর্শিত অর্থ দুর্নীতির গহ্বর

অনলাইন ডেস্ক
অপ্রদর্শিত অর্থ দুর্নীতির গহ্বর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,  অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) দুর্নীতির গহ্বর। এর সঙ্গে ফ্ল্যাট মালিক, জমির মালিক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সবাই জড়িত।

দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে রোববার (২৪ জুলাই) দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুদকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রধানেরা বক্তব্য দেন।

দুদক চেয়ারম্যান বলেন, এখন ব্যাংকিং খাতের দুর্নীতি বন্ধ করতে দুদক সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। এ জন্য পরিচালনা পর্ষদের দায় আছে। আমরা এখন সব সরকারি ব্যাংকে যাচ্ছি। বোর্ডের লোকজনকে ডাকছি।

সম্প্রতি সন্ত্রাসী হামলা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয়। এ সমস্যা প্রতিরোধ করতে না পারলে আমরা কেউ নিরাপদ নয়।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে চেয়ারম্যান বলেন, সরকারের বেতন নিয়ে গ্রামে কাজ না করলে সেটাও দুর্নীতি। কর্মস্থলে চিকিৎসকেরা না থাকলে সেটিও দুর্নীতি। এটি ক্ষমতার অপব্যবহার।

দুর্নীতি সমাজ ও রাষ্ট্রকে কুরে কুরে খাচ্ছে। সবাই মিলে এটি বন্ধ করতে হবে। সামাজিক আন্দোলন ছাড়া সেটা সম্ভব না বলে জানান তিনি।