English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৮:১৭

শাহ আমানত বিমানবন্দরে সোনাসহ অাটক ১

অনলাইন ডেস্ক
শাহ আমানত বিমানবন্দরে  সোনাসহ অাটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা নুরুউদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে এক কেজি ২৬ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন। এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এসএম শামীমুর রহমান জানান, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. নুর উদ্দিন সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই এফএজ ০৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন।

কোনো ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে স্বর্ণ গুলো পাওয়া যায়।