English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ২১:২৪

বিদেশি ক্রেতাদের বিশেষ নিরাপত্তার দাবি

অনলাইন ডেস্ক
বিদেশি ক্রেতাদের বিশেষ নিরাপত্তার দাবি

নিরাপত্তা ইস্যুতে তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতাদের (বায়ার) জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাজোট অ্যাকর্ড।

বুধবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকারে সংগঠন দুটি এ দাবি জানায়।

সাক্ষাৎকালে অ্যাকর্ডের পক্ষ থেকে বলা হয়, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন হলেও আতঙ্কিত নন। দেশে অ্যাকর্ড ব্র্যান্ডদের ব্যবসা অব্যাহত এবং প্রতিশ্রুতি অনুযায়ী তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।

এসময় মন্ত্রী ক্রেতাজোটকে আশ্বস্ত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রেতাদের নিরাপত্তামূলক সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ক্রেতারা সব ধরনের চলাফেরায় প্রয়োজনীয় নিরাপত্তা পাবেন।

তিনি আরো বলেন, নিরাপত্তা ইস্যুতে শুধুমাত্র পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশিরাই নন বরং পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেলসহ সকল উন্নয়নমূলক প্রকল্প কার্যক্রমে সংশ্লিষ্ট বিদেশিদের প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছে সরকার।

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, নিরাপত্তা ইস্যুতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে। যদি এ ইস্যুতে ক্রেতারা দেশে আসতে না চান, তবে পোশাক রফতানিকারকরা বিদেশে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এ পরিস্থিতি সাময়িক বলে তিনি অভিমত প্রকাশ করেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুন্সি এমপি, এফবিসিসিআইর ১ম সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএর বর্তমান সহ-সভাপতি এস এম মান্নান (কচি), এইচএন্ডএম ও টেমা ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।