English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৫:৫৮

ডব্লিউটিওর সহযোগিতা যথেষ্ট নয়

অনলাইন ডেস্ক
ডব্লিউটিওর সহযোগিতা যথেষ্ট নয়

বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এখনও অন্যসব এলডিসিভুক্ত দেশের মতো বাংলাদেশকে দেখছে। ডব্লিউটিও বর্তমানে বাংলাদেশকে যে সহযোগিতা প্রদান করছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

কেনিয়ার নাইরোবিতে সোমবার (১৮ জুলাই) রাতে ‘কেনিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে’ ডব্লিউটিও’র মহাপরিচালক রোবার্তো আজেভেডোর সঙ্গে একান্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় জনসম্পদ রয়েছে। এ জনসম্পদকে যথাযথ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশ অন্য যে কোন এলডিসিভুক্ত দেশের তুলনায় সম্ভাবনাময়। বাংলাদেশের জন্য এক্ষেত্রে চলমান সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি জানান, ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক(ইআইএফ) এবং এইড ফর ট্রেড-এর আওতায় বিশেষ বিচেনায় এ খাতে ডব্লিউটিও’র সহযোগিতা বৃদ্ধি করা হলে বাংলাদেশের বাণিজ্যে সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সার্ভিস ওয়েভারের আওতায় সেবা খাতের বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা যাতে কার্যকর হয়, সে বিষয়ে মহাপরিচালকের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশীষ বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।