English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৭:১০

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদে পাস’

অনলাইন ডেস্ক
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদে পাস’
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ সংসদে পাস হয়েছে।
 
রোবাবর (১৭ জুলাই) সংসদে বিলটি পাস হয়। সিরাজগঞ্জে এটি প্রতিষ্ঠিত হবে।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চিরঅম্লান রাখার লক্ষ্যে তার স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে তার নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিধান করে পাস হয়েছে।
 
সরকারি এ বিশ্ববিদ্যালয়টিতে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন, সাহিত্য ও সংগীত এবং বিশ্বসংস্কৃতি বিষয়ে শিক্ষা ও গবেষণা করা হবে।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।