English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৭:০২

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় সংসদে পাস

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় সংসদে পাস

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬’ সংসদে পাস হয়েছে।

রোবাবর (১৭ জুলাই) এই সংসদে বিলটি পাস হয়। সরকারি এ বিশ্ববিদ্যালয়টি ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হবে।

সাইন্স ব্যাকগ্রাউন্ডের ইন্টারমিডিয়েট পাস ছাত্রদের এ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, এডভান্সড টেকনোলজি, হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

এ বিশ্ববিদ্যালয়ে অনলাইনেও শিক্ষাদান কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি বাণিজ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটর সেন্টার প্রতিষ্ঠার বিধান বিলে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন দেশের রাষ্ট্রপতি। অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও ভিসিসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত হবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।