English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৭:২৪

পানির সরবরাহ বাড়াতে ঋণ দিচ্ছে এডিবি

অনলাইন ডেস্ক
পানির সরবরাহ বাড়াতে ঋণ দিচ্ছে এডিবি

রাজধানীতে পানির সরবরাহ বাড়াতে ২৭ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এ লক্ষ্যে রোববার (১৭ জুলাই) সরকার ও এডিবির মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এ ছাড়া প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান ও কাজুহিকো হিগুচির মধ্যে।

মেজবাহউদ্দিন বলেন, ‘পানির অপচয় লক্ষণীয় পর্যায়ে হ্রাসকরণ, সকল গ্রাহক সংযোগ মিটার ভিত্তিকরণ এবং জাতীয় পর্যায়ে পানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা ওয়াসার ৭টি জোনে পানি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীসহ ৮২টি নতুন ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া প্রতিষ্ঠা করেন। নন রিভিনিউ ওয়াটার রিডাকশন প্লান প্রস্তুতকরণ এবং প্রতিষ্ঠিত ডিএমএ-সমূহে লাগসই প্রযুক্তি সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা ইকুইজিশন সিস্টেম অন্তর্ভুক্তির মাধ্যমে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধি করা হবে।’

তিনি বলেন, ‘সার্বক্ষণিক (২৪/৭) প্রেসারাইজড সিস্টেমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেমের মাধ্যমে ঢাকা ওয়াসার সেবা প্রদানে ক্ষমতা বৃদ্ধি করা হবে।’

জানা যায়, ২০১৫ সালে ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ২ হাজার ১৪৪ মিলিয়ন লিটার। সেটি বেড়ে ২০২২ সাল নাগাদ দাঁড়াবে দৈনিক ২ হাজার ৬১৬ মিলিয়ন লিটারে। তাই পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগে সহযোগীতা দিচ্ছে এডিবি।