English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৬ ০৩:৫২

অফিস, ব্যাংক ও পুঁজিবাজার আজ খোলা

অনলাইন ডেস্ক
অফিস, ব্যাংক ও পুঁজিবাজার আজ খোলা

সরকারি অফিসসহ বাংলাদেশ ব্যাংকের তফসিলি ভুক্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আজ খোলা থাকবে। পাশাপাশি খোলা থাকবে দেশের পুঁজিবাজারও।

ঈদের ছুটি শুরুর আগে ৪ জুলাই রোববার প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় ছুটি দেওয়ায় সরকারি অফিসসহ সকল ব্যাংক বন্ধ ছিল। এর পরিবর্তে শনিবার সরকারি অফিসসহ ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডিএসই সূত্রে মতে, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ঈদের আগে রোববার পুঁজিবাজার বন্ধ রাখা হয়েছিল। এ ক্ষতি পুষিয়ে নিতে শনিবার পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ১৬ জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল। এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।