English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৯:০৩

জাহাজ নির্মাণ শিল্পে সুদের হার কমানোর দাবি

অনলাইন ডেস্ক
জাহাজ নির্মাণ শিল্পে সুদের হার কমানোর দাবি

জাহাজ নির্মাণ শিল্প খাতে ব্যাংকঋণের সুদের হার কমানোর দাবি জানিয়েছে ‘শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন’।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান।

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘জাহাজ নির্মাণ শিল্প একটি সম্ভাবনাময় খাত। কিন্তু সুদের বেশি হওয়ার কারণে এ শিল্পের তহবিল ব্যয় অনেক বেশি। আর তহবিল ব্যয় বেশি হওয়ায় ভারত, চীন, জাপান এসব দেশের ব্যবসায়ীদের সঙ্গে আমরা প্রতিযোগিতায় পেরে উঠছি না। কারণ তাদের রেট কম।’

তিনি বলেন, ‘তহবিল ব্যয় কমিয়ে আনতে এ খাতে সুদের হার কমানোর দাবি জানিয়েছি আমরা।’

তিনি আরো জানান, আমাদের এখানে সুদের হার ১২ থেকে ১৩ শতাংশ। অন্য দেশে এটা ২ থেকে ৩ শতাংশ। সুদের হার ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা হলে এ খাতে রফতানি আয় দ্বিগুণ হবে। বর্তমানে এ খাতে রফতানি আয় বছরে প্রায় ১ হাজার কোটি টাকা।

 এছাড়া সরকারের উন্নয়নমূলক কাজে যেমন- সেতু নির্মাণ, কয়লা আমদানি ইত্যাদি কাজে দেশীয় জাহাজ ব্যবহারেরও সুপারিশ করেছি আমরা।