English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৫:০৮
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা

জনশক্তি রপ্তানিতে নৈতিবাচক প্রভাব পরবে না

অনলাইন ডেস্ক
জনশক্তি রপ্তানিতে নৈতিবাচক প্রভাব পরবে না

গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রপ্তানিতে কোনো নৈতিবাচক প্রভাব পরবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্জন ও কর্মপরিকল্পনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি হামলা শুধু আমাদের দেশের সমস্যা নয়। সৌদি আরবের মদিনায়ও জঙ্গি হামলা হয়েছে। এটি একটি আন্তর্জাতিক সংকট। বিষয়টি আমাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।

তিনি বলেন, আমাদের দেশের প্রবাসী কর্মীরা অত্যন্ত প্রশংসিত। তাই এ ধরণের জঙ্গি হামলা বৈদেশিক কর্মসংস্থানে প্রভাব ফেলবে না। সিঙ্গাপুরেরর জঙ্গি অর্থায়নের অভিযোগে ৪ বাংলাদেশীকে সাজা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সিঙ্গাপুর সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা বিষয়টিকে সামগ্রিকভাবে দেখছে না। ব্যক্তি হিসেবে দেখছে।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।