English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৭:১৯

ইরানে দৈনিক তেল উত্তোলন ৩৬.৩০ লাখ ব্যারেল

অনলাইন ডেস্ক
ইরানে দৈনিক তেল উত্তোলন ৩৬.৩০ লাখ ব্যারেল

ইরানের তেল উৎপাদন গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই হিসেবে জুনে দেশটি দৈনিক ৩৬ লাখ ৩০ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছে।

দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জানুয়ারি মাসে প্রত্যাহারের পরই এ সাফল্য অর্জন করল ইরান।

জ্বালানি ও পণ্য সংক্রান্ত তথ্য পরিবেশনকারী স্বতন্ত্র সংস্থা প্যাটস’এর হিসাব অনুযায়ী ডিসেম্বরে ইরানের তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক সাত লাখ ৪০ হাজার ব্যারেল। আর জুনে সেটি ৩৬ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা বহু বছর ধরে বলবত থাকায় হারানো বাজার পুনরায় ফিরে পেতে যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইরান তখন তেল উত্তোলনে এ সফলতা অর্জন করল দেশটি।

২০১২ সালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবত করার পর হারানো বাজারের ৮০ শতাংশই এরই মধ্যে পুনরায় উদ্ধার করতে পেরেছে তেহরান। সোমবার এ ঘোষণা দিয়েছে ইরান।