English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৪:৫১

এডিপির বাস্তবায়ন ৯২.৪৯%

অনলাইন ডেস্ক
এডিপির বাস্তবায়ন ৯২.৪৯%

২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯২.৪৯ শতাংশ। যা তার আগের অর্থবছরে (২০১৪-১৫) ছিল ৯১ শতাংশ।

রাজধানীর শেরে বাংলা নগরের এনএসসির সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রদান করেন।

বিদায়ি অর্থবছরে মোট ব্যয় হয়েছে ৮৬ হাজার ৮৪২ কোটি ৮৫ লাখ টাকা।

মন্ত্রী বলেন, গত ৩ বছরের মধ্যে এডিপি সর্বোচ্চ বাস্তবায়ন হয়েছে। শেষ সময়ে অর্থ ব্যয় না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।