English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৬:২০

সিঙ্গাপুরে একটি ভবন ক্রয় এস আলমের

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে একটি ভবন ক্রয় এস আলমের

সিঙ্গাপুরের রিয়েল এস্টেট কোম্পানি সেন্ট্রিয়াম স্কয়ারের কাছ থেকে একটি ভবণে সবগুলো ইউনিট কিনে নিচ্ছে বাংলাদেশের এস আলম গ্রুপ। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত ওই ভবনটি ২০২০ সালের মধ্যে তৈরি হবে।

বিজনেস টাইমসে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধর মোহাম্মদ সাইফুল আলম ভবনটির ৪৯টি ইউনিটের সবগুলোই কিনে নিয়েছেন। ৪৯টি ইউনিটের মোট ২৭ হাজার ১৭৯ স্কয়ার ফিট জায়গা কিনতে এস আলম গ্রুপকে গুনতে হয়েছে ১৩৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা।

ভবনের প্রতি বর্গ ফিট জায়গায় দাম পড়ছে ৪ হাজার ৯৬৭ সিঙ্গাপুর ডলার বা ২ লাখ ৮৭ হাজার টাকা। সিঙ্গাপুরের ক্যানালি লজিস্টিকস এর মাধ্যমে সেন্ট্রিয়াম স্কয়ারের জায়গা কেনার কাজ সম্পন্ন করেন ক্রেতা সাইফুল আলম।