English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৪:৪৩

দেশের মূল্যস্ফীতি ৫.৯২ শতাংশ

অনলাইন ডেস্ক
দেশের মূল্যস্ফীতি ৫.৯২ শতাংশ

২০১৫-১৬ অর্থবছরে দেশের সার্বিক মূল্যস্ফীতির গড় ৬ শতাংশের নিচেই ছিল। এ অর্থবছরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৯২ শতাংশ। যা আগের অর্থবছরে ছিল ৬.৩৫ শতাংশ।

মঙ্গলবার (১২ জুলাই) পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করা হয়।

তথ্য মতে, জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ৫.৫৩ শতাংশ। যা আগের মাসে ছিল ৫.৪৫ শতাংশ। সকালে শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে মূল্যস্ফীতির এ তথ্য তুলে ধরার সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার ৬ শতাংশের নিচে ধরে রাখা সম্ভব হয়েছে, যার মধ্য দিয়ে বাজেটের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি বলেন, মূল্যস্ফীতির হার প্রত্যাশার মধ্যেই রয়েছে।

এদিকে, ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গড় মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ ধরেছিলেন।